আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্ট শিল্পের অস্থিরতা

গার্মেন্ট শ্রমিকদের লাগাতার বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ আশুলিয়ায় অগি্নগর্ভ পরিস্থিতির সৃষ্টি করেছে। পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ গতকাল এ এলাকার সব গার্মেন্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। শ্রমিকরা ফুঁসে উঠেছে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে। আজকের বাস্তবতায় পাঁচ হাজার ৩০০ টাকা সর্বনিম্ন মজুরি কাঠামো সত্যিকার অর্থেই কোনো মজুরি নয়। এ অর্থ দিয়ে এক ব্যক্তির তিন বেলা মানসম্মত খাবার খাওয়া যেমন সম্ভব নয়, তেমনি গার্মেন্ট শিল্প এলাকায় মানসম্মত এক রুমের একটি ঘর পাওয়াও দুষ্কর। তারপরও মালিকপক্ষ মজুরি কাঠামো মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে। এ অস্বীকৃতি মজুরি কাঠামো সম্পর্কে শ্রমিকদের এক বড় অংশের মধ্যে যে অসন্তুষ্টি কাজ করছে, তাকে প্রকারান্তরে উসকে দিচ্ছে বললেও অত্যুক্তি হবে না। আমরা মনে করি, সরকারের সঙ্গে দরকষাকষির জন্য মালিকপক্ষ অস্বীকৃতির যে নাটক করছে, তা থেকে এখনই সরে আসা উচিত। গার্মেন্ট শ্রমিকদের মজুরি কাঠামো মেনে নিয়ে প্রয়োজনে সরকারের সঙ্গে দরকষাকষিতে নামলে সেটিই হবে উত্তম পথ। মালিকপক্ষ সরকার ঘোষিত মজুরি কাঠামো মানতে টালবাহানার আশ্রয় নেওয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। গার্মেন্ট খাতকে তারা ঠেলে দিচ্ছে প্রচণ্ড ঝুঁকির মধ্যে। গার্মেন্ট শ্রমিকরা সর্বনিম্ন বেতন আট হাজার টাকা নির্ধারণের দাবি জানাচ্ছিল। সরকার দুই পক্ষের সঙ্গে আলোচনা করে গার্মেন্ট শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি নির্ধারণ করে। আমরা মনে করি, গার্মেন্ট শিল্পের অস্তিত্বের স্বার্থে দুই পক্ষকেই সহনশীল হতে হবে। শ্রমিকদের বুঝতে হবে গার্মেন্ট ভাঙচুর কিংবা সহিংসতা সমাধানের কোনো পথ নয়। অন্যদিকে মালিকপক্ষকে বুঝতে হবে, শ্রমিকদের ন্যায্য দাবি না মেনে গোঁয়ার্তুমি দেখানো নিজেদের পায়ে কুড়াল মারার নামান্তর। আমরা শ্রমিকদের ন্যায্য মজুরি পাওয়ার অধিকারকে সমর্থন করলেও কথায় কথায় বিক্ষোভ কিংবা সহিংসতাকে ধিক্কার জানাই। আমাদের মতে, গার্মেন্ট শিল্পের স্বার্থে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তুলতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.