আমাদের কথা খুঁজে নিন

   

সিইপিজেডে গার্মেন্ট শ্রমিক পুলিশ সংঘর্ষে

মজুরি বোর্ড নির্ধারিত বেতন না দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকায় গতকাল পুলিশ ও পোশাক শ্রমিকের মধ্যে সংর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ইপিজেড থানার ওসি আবুল মনসুর বলেন, মজুরি বোর্ড নির্ধারিত বেতন দেওয়া হবে না এ তথ্য জেনে সেকশন-৭ ও সেকশন-৭ অ্যাপারেলস নামে দুই পোশাক কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। তারা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়তে থাকে। এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। আগামী ৯ জানুয়ারির মধ্যে মজুরি বোর্ড অনুযায়ী বেতন দেওয়ার আশ্বাসে শ্রমিকরা শান্ত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কারখানার প্রায় ৮-১০ হাজার শ্রমিক এক সঙ্গে বের হয়ে রাস্তায় অবস্থান নেয়। সংঘর্ষ চলাকালে সিইপিজেডের ভেতরে ও বাইরে থাকা যানবাহন লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।

টঙ্গী প্রতিনিধি জানান, গাজীপুরের টঙ্গীর ভাদাম এলাকায় তামিশনা ডাইং কারখানায় সরকার ঘোষিত নির্ধারিত নতুন বেতন কাঠামো না দেওয়ায় গতকাল সকালে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। শ্রমিকরা জানান, তামিশনা পোশাক কারখানায় সরকার নির্ধারিত নতুন মজুরি না দেওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সকাল থেকে উৎপাদন বন্ধ রেখে মূল ফটকে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে কর্তৃপক্ষ তাদের বাড়তি পাওনাদি চলতি মাস থেকে দেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা শান্ত হন। এ ব্যাপারে কারখানার ডিজিএম (্প্রশাসন) তোফাজ্জল হোসেন জানান, বেতন শিট তৈরিতে বিলম্ব হয়েছে। এক সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.