আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও আর্কিওলজি ডিপার্টমেন্টে ভিসির পছন্দের শিক্ষক প্রার্থীদের নিয়োগের পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কয়েকজন প্রার্থী জানান, আবেদনের সব প্রক্রিয়া সম্পন্নের পরেও তাদের ভাইভা বোর্ডে ডাকা হয়নি। ভিসির পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য কম সংখ্যক প্রার্থীকে ডাকা হয়েছে।
কতজন আবেদন করেছেন এবং কতজনকে ডাকা হয়েছে তা জানতে বিশ্ববিদালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এবিষয়ে ভিসি স্যার বিস্তারিত তথ্য দিতে পারবেন। এ প্রসঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আমির হোসেন খান জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সবাইকে ডাকা হয়নি। তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।