নানা নাটকীয়তায় অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশি পাহারায় ক্যাম্পাস ত্যাগ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন। গতকাল বেলা আড়াইটায় প্রশাসনিকভাবে পাঁচ দিনের ছুটিতে নিজের সব কিছু গুটিয়ে উপাচার্য স্ত্রীকে নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন। এদিকে উপাচার্যের এ ধরনের প্রস্থানকে পদত্যাগ হিসেবেই ধরে নিয়েছেন ক্যাম্পাসবাসী। মিষ্টি বিতরণ করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। ক্যাম্পাসে গুজব, তিনি পদত্যাগ করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন নিজের সব কিছু গুটিয়ে স্ত্রীকে নিয়ে পুলিশ এবং ছাত্রলীগের পাহারায় ক্যাম্পাস ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, উপাচার্য পাঁচ দিনের ছুটিতে ক্যাম্পাস ত্যাগ করেছেন। বুধবার সরকারের উচ্চ মহলের নির্দেশে আনোয়ার হোসেনকে ক্যাম্পাস থেকে সরিয়ে নিতে এসে ব্যর্থ হন ঢাকা জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যকে সরিয়ে নিতে ক্যাম্পাসে আসেন ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা। এর আগে রাত সোয়া ৮টার দিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিতকুমার মজুমদারের বাসভবনে দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ভবনের জানালার কাঠসহ কাচ ভেঙে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার ককটেল বিস্ফোরণের পর পরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ হামলার জন্য প্রশাসনকে দায়ী করেন এবং এর জন্য উপাচার্যকে দায়ী করে পদত্যাগ দাবিতে উপাচার্য বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ করেন। রাতে উপাচার্য ক্যাম্পাস ছাড়তে রাজি না থাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুবার চেষ্টা করেও তাকে নিয়ে যেতে পারেননি। উপাচার্য তাদের জানিয়ে দেন তিনি বৃহস্পতিবার (গতকাল) সকালে যাবেন।
এদিকে, বেলা আড়াইটায় উপাচার্য ক্যাম্পাস ত্যাগ করার আগে ছাত্রলীগের সঙ্গে গোপন বৈঠক করেন বলে জানা যায়। উপাচার্যের এ ধরনের প্রস্থানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম এ মতিন অসুস্থ থাকায় আপাতত ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন উপ-উপাচার্য অধ্যাপক আফসার আহমদ। উপাচার্যের প্রস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন ঐক্য ফোরামের সদস্যসচিব অধ্যাপক কামরুল আহসান। সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ঐক্য ফোরামের আন্দোলন অব্যাহত থাকবে এবং চলমান সর্বাত্দক ধর্মঘট চলবে। উপাচার্য বাসভবন ছেড়ে দেওয়ার পর শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা ক্যাম্পাসে মৌনমিছিল করেছেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।