আমাদের কথা খুঁজে নিন

   

আমজনতার পক্ষ থেকে স্পষ্ট দাবী-নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে গণভোট করা হোক।

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....

আমজনতার কপাল পোড়া। সব গচ্চা তাদেরই দিতে হয়্ । সরকারের ভুল বা বিরোধিদলের ভুল! ডলা সব আমজনতার! গাড়ী ভাঙ্গে আমজনতা! মানুষ মরে আমজনতা! কষ্ট করে আম জনতা! পরীক্ষা দিতে পারেনা আমজনতার পুলাপাইন! চাকুরী রাখতে কষ্ট করে আমজনতা! জিনিষপত্রের দাম বাড়ে কষ্ট করে আমজনতা!! তাই..বর্তমানে নির্বচান কালিন সরকার পদ্ধতি নিয়ে যা ঘটছে কোন সভ্য দেশে সভ্য বেশে এইসব বলা, করা সম্ভব তা বোধকরি বাংলাদেশ ব্যতিত কোথাও নেই। সরকারের একগুয়েমি, বিরোধীদলের হরতাল সবই ক্ষতি করছে আম জনতার। দিনে দিনে হরতালে জাতির যে জাতীয় ক্ষতি একদিনের নির্বাচনী ব্যায় তারচে বহু কম হবে।

এবং হানাহানি জীবন হানী ও অনিশ্চয়তা থেকে জাতি মুক্তি পাবে। কারও কোন ইগো প্রবলেমও থাকবে না। আমি হেরে গেলাম বা জিতে গেলাম জাতীয়! বরং জনরায়ে সকলেই উইন উইন কন্ডিশনে থাকবেন। তাই আমজনতার পক্ষ থেকে স্পষ্ট দাবী: নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে গণভোট করা হোক। যা সকলে মেনে নেবেন।

এবং নির্বাচন কমিশনকে ভবিষ্যতে পূর্ণ স্বায়ত্বশাসন এবং শক্তিশালী করণের পূর্ব পর্যন্ত এই পদ্ধতিই প্রচলিত থাকবে। তাতে কেউ আপত্তি করতে পারবে না। ব্যলটে অপশন দুটো থাকবে। হা / না ভোট করে আপনারা দেশ ও জাতির অর্থনৈতিক ক্ষতি সহ আন্তর্জতািক বিশ্বে যে ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করুন। এবং প্রমাণ করুন আপনারা দেশকে সত্যিই ভালবাসেন।

সকল শহীদ মুক্তিযোদ্ধাদের দোহাই মুক্তিযুদ্ধের চেতনার দোহাই ১৬ কোটি মানুষের দোহাই স্ব-স্ব ধর্মের প্রতিপালকের দোহাই- আপনার দেশটাকে নিয়ে ছিনিমিন খেলবেন না। আপনাদের পরিকল্পনা এর্ক বাস্তবায়ন দিয়ে প্রমাণ করুন কে যোগ্য! জনগণ আস্থা ও বিশ্বাসের সাথে তাকেই বেঁছে নেবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।