আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী

পৌষের প্রায় শেষ। রাজধানীর রাস্তায় নিজেকে ছাড়া পাশের কোনো কিছুই যেন দেখা যায় না। শুধু কুয়াশা আর কুয়াশা। যেন ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে রাজধানী। লাল-নীল রং-এর শহরটি কুয়াশায় মুখ লুকালেও ?নিজেকে আড়াল করতে পারেননি রাজধানীর খেটেখাওয়া মানুষ। পরিষ্কারভাবে দেখা না গেলেও ঘন কুয়াশার ফাঁক দিয়ে অনুভব করা যায় তাদের দুর্দশার ছবি। গতকালও রাজধানীতে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহীতে ৮.৪, শ্রীমঙ্গলে ৭.৯, ঈশ্বরদীতে ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে আজ ঢাকার তাপমাত্রা বাড়তে পারে। এ শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদফতর। অধিদফতর জানিয়েছে, গতকাল মধ্যরাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ এবং রংপুর ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটি, হাতিয়া ও সাতক্ষীরা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এমন আবহাওয়া দীর্ঘস্থায়ী হলে শীতকালীন সবজির ক্ষেতে এর বিরূপ প্রভাব পড়তে পারে।

বিশেষ করে আলুর পাতা হলুদ হয়ে ঝরে পড়া, টমেটো পচে যাওয়া বাড়তে পারে।

কাহিল শিশু ও বৃদ্ধ : রাজধানী ঢাকাসহ দেশব্যাপী গত কয়েকদিনের তীব্র শীত আর ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু-বৃদ্ধদের অবস্থা কাহিল। চলতি মৌসুমে ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলায় শীতের প্রকোপে শিশু ও বৃদ্ধদের মৃত্যু ঘটছে। নিউমোনিয়া, টাইফয়েড, ডায়রিয়া, ব্রংকাইটিস (শ্বাসকষ্ট), ইনফ্লুয়েঞ্জা, চিকেন পঙ্, ঠাণ্ডা-কাশি-সর্দি ও জ্বরে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। চিকিৎসকরা জানান, দেশব্যাপী বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের জন্য শিশুদের ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগে ভুগতে হচ্ছে। তাপমাত্রা কমায় শিশুদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় এমনটি হচ্ছে। অন্যদিকে বাতাসে ধুলোবালির পরিমাণ বেশি থাকায় বয়স্করা এলার্জি, শ্বাসকষ্ট ও সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছেন।

ঢাকা শিশু হাসপাতালে গতকাল গিয়ে জানা যায়, হাসপাতালে ভর্তিকৃত শিশুদের মধ্যে ৫০ শতাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। এমনকি শীতের কারণে গত কয়েকদিনে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে শিশু রোগীর সংখ্যাও বেড়েছে।

জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. নাহিদ ফারজানা জানান, হাসপাতালে ভর্তিকৃত শিশুদের অর্ধেকই নিউমোনিয়ায় আক্রান্ত। এ শিশুদের বেশির ভাগই ঠাণ্ডা থেকে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হয়।

নাটোর প্রতিনিধি জানান, শীত মৌসুম শুরু হওয়ার পর রাজশাহীসহ দেশের উত্তরাঞ্চলে নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে এখানকার মানুষ। এখন পর্যন্ত নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে তীব্র শীতে গতকাল ভোর থেকে দুপুর পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। এদিকে শীতের তীব্রতায় মানুষের পাশাপাশি গবাদি পশু ক্ষুরা, শ্বাসকষ্ট, পাতলা পায়খানাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

দিনাজপুর প্রতিনিধি জানান, আবহাওয়া অফিস জানিয়েছে, তিন দিন ধরে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। আলু চাষিরা ক্ষেতে টপ ড্রেসিং কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। জমির আলু গাছগুলো সবুজ রং ধারণ করে সজীব হয়ে উঠেছে। এ প্রতিকূল আবহাওয়ায় আলু ক্ষেতে লেট বাইট বা পাতা মোড়ানো রোগ দেখা দিতে পারে। এ কারণেই আলু চাষিরা ফসল রক্ষায় দিশাহারা হয়ে পড়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.