আমাদের কথা খুঁজে নিন

   

মৃধার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। এতে গ্রেফতার করা না গেলে তাদের মালামাল ক্রোকেরও আদেশ দিয়েছেন। গতকাল সিনিয়র স্পেশাল জজ এস এম মুজিবুর রহমানের আদালত রেলের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে নগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, মামলায় মোট ৬ জন আসামি। এদের মধ্যে দুজন হাইকোর্টের জামিনে রয়েছেন। বাকি চারজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা হলেন ইউসুফ আলী মৃধা, সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া এবং অবৈধভাবে নিয়োগ পাওয়া প্রার্থী শাহিদা আক্তার ও নাজিম উদ্দিন।

এ ছাড়া অবৈধভাবে নিয়োগ পাওয়া দুই প্রার্থী মো. ইসমাইল হোসেন ও সোহেল রানা উচ্চ আদালতের জামিনে রয়েছেন। আদালত আগামী ১৭ নভেম্বর এ মামলার পরবর্তী শুনানির সময় নির্ধারণ করেছেন।

আরও জানা যায়, নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে গত ১০ ফেব্রুয়ারি ৬ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক তিনটি মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন। মামলা নম্বর হচ্ছে ১৭, ১৮ ও ১৯। এর মধ্যে রেলওয়ের ট্রেন টিকিট চেকার পদে অনিয়মের মাধ্যমে নিয়োগের অভিযোগে ১৮ নম্বর মামলায় গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মশিউর রহমানের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

পর দিন সিএমএম আদালত থেকে অভিযোগপত্রটি পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে। সেখানে গতকাল অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ও ক্রোকি পরোয়ানা জারি করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.