বিজ্ঞানী শিমুল
আমি একটা জিনিষ ভেবে অবাক হই, মুসলমানেরা যখন দেখে ইসলামকে নিয়ে কেউ ভ্রান্ত ধারণা, ভুল সংবাদ, মিথ্যা রেফারেন্স অথবা অযৌক্তিক অসম্পূর্ণ তথ্য দিচ্ছে তখন মুসলমানেরা কথাগুলোর প্রতিবাদ করার চেষ্টা করে। রেফারেন্সের দুর্বল পয়েন্ট দূর করে সঠিক রেফারেন্সের মাধ্যমে সঠিক কথাগুলো বলার চেষ্টা করে। হয়তো কিছু গালিবাজ গালিগালাজের মাধ্যমে তাদের ক্ষোভগুলো প্রকাশ করে।
কিন্তু, এই পর্যন্ত কোন হিন্দুকে দেখিনি, কেউ যদি তাদের ধর্মের কিছু রেফারেন্সের মাধ্যমে তাদের ধর্মকে হেয় করে সেটার প্রতিবাদস্বরূপ সঠিক রেফারেন্স দিয়ে বোঝাতে। তখন তারা আঁচল তলে মুখ লুকিয়ে থাকে।
তাদের মাঝে তখন ভুলটা শুধরানোর কোন চেতনা কাজ করেনা। তারা কখনোই প্রমাণ করতে পারেনা যে রেফারেন্সগুলা ভুল। তখন তাদের মতামত হয়ঃ
“আমরা যদি আমাদের ভুলগুলো নিয়ে আমাদের ধর্ম পালন করতে পারি তাতে আপনাদের সমস্যা কি?”
আমিও বলি, “এতে আমাদের কোন সমস্যা নেই। আমাদের সমস্যা একটাই, যখন কোন নাস্তিক ইসলামকে নিয়ে কটুক্তি করে, আর আপনারা নাস্তিকদের বাহবা দেন। কখনোই বলেননা যে, কোন ধর্মকে নিয়ে ব্যঙ্গ করা ঠিকনা।
ইসলামকে কটুক্তি করাটা আপনাদেরত কাছে মুক্তমনা কারবার। আর আপনাদের কিছু বললেই ট্যাগ হয় সাম্প্রদায়িক? মারহাবা, মারহাবা, মারহাবা......। ”
পারলে ভুলগুলো ধরিয়ে দিন। আর নিজেদের ভুল কেউ ধরিয়ে দিলে তাকে গালিগালাজ না করে তাকে সঠিক রেফারেন্সের মাধ্যমে সঠিক তথ্যদিন। আর যদি ভুলগুলো শুধরাতে না পারেন তাহলে উচ্চবাচ্য না করে এক্সপার্ট কারো সহযোগীতা নিয়ে অপরের ভুল ভাঙ্গানোর চেষ্টা করুন।
প্রয়োজনে যুক্তি, তথ্য এবং রেফারেন্স ব্যবহার করুন। তবুও ভুলগুলো বোঝার চেষ্টা করুন এবং ভুল থেকে বেরিয়ে আসুন। এর পরেও যদি ভুল থেকে বের না হোন তবে ভুলেও চিল্লাফাল্লা করবেননা। আপনাদের কোন ভুল থাকলে অন্যরা সেটা রেফারেন্সসহ ধরিয়ে দিতেই পারে। এটাই হওয়া উচিৎ আপনাদের আসল মুক্তমনা মন......।
“ইসলাম ধর্মের কিছু কিছু কঠিন নিয়ম কানুন পালন করা কষ্টকর, তাই সেটার বিরুদ্ধে লেখাটাই মুক্তমনা। আর অন্য ধর্মের সহজ ভুলগুলো থেকে বেড়িয়ে আসার কথা বলাটাই সাম্প্রদায়িকতা.........। । ” এই বদ্ধমূল ধারণা থেকে বেড়িয়ে আসুন.........। ।
নাহলে হজম শক্তি বাড়ান.........। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।