আমাদের কথা খুঁজে নিন

   

নবান্ন উৎসব

'এসো মিলি সবে নবান্নের উৎসবে' স্লোগান নিয়ে জাতীয় নবান্ন উৎসব উদযাপন করেছে নবান্ন উৎসব উদযাপন পর্ষদ।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত এ আয়োজনে সকাল থেকেই নবীন-প্রবীণের অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। হৃদয়স্পর্শী গান, মনোমুঙ্কর নাচ, বাঁশির সুরের মূর্ছনা ও নবান্ন কথনে উঠে আসে চিরায়ত বাংলার রূপরেখা ও হারানো ঐতিহ্যের কথকতা। উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। এ সময় নবান্ন কথনে অংশ নেন পর্ষদের চেয়ারপারসন লায়লা হাসান ও আহ্বায়ক শাহরিয়ার সালাম।

বক্তারা নবান্ন উৎসবকে আরও বড় পরিসরে করার জন্য সরকারের সহায়তা কামনা করেন, সেই সঙ্গে পহেলা অগ্রাহায়ণকে ছুটি ঘোষণার জন্য জোর দাবি জানান। উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় নবান্ন শোভাযাত্রা।

শেষ হলো বাংলাদেশ থিয়েটারের ২৭ বছর পূর্তির অনুষ্ঠান : বাউল গান পরিবেশন ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শিল্পকলায় শেষ হলো বাংলাদেশ থিয়েটারের ২৭ বছর পূর্তিও দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। গত শুক্রবার সমাপনী সন্ধ্যায় মঞ্চস্থ হয় ভিন্নধর্মী গল্পের নাটক 'সি-মোরগ'। আসাদুল্লাহ ফরাজী রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন হুমায়ুন কবির।

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন 'হে উৎসব' এর সমাপ্তি : মারেফতি গান, নারী লেখকদের স্ব-কথন, প্যানেল আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বাংলা একাডেমিতে শেষ হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন 'হে উৎসব'। নবাগত লেখকদের জন্য মূল মঞ্চে একটি বিশেষ প্যানেল পরিচালিত হয়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।