..................আমার ক্ষেতের শ্রম তোমার ঘরেতে শোভ অন্ন,
................আমার জামার ঘামে, শহর তোমাতে নামে নবান্ন।
.................আমার গৃহিনী কাজে, শরীরের ভাজে ভাজে কালি
....................তোমার পার্কে সাজে, ভড়া সুখে বিনা লাজে
.......................নাগরিকা বধু সব, শাদা, লাল, কৃষ্ণকলি।
..........................হে শহর তোমি আজ উঠিয়াছ গেয়ে
.............................জ্ঞানের ছন্দ স্বরে সুর তাল লয়ে
.................................তাল দিলে সক্কলে, সবেরে।
...................................আমার প্রাণের মাঝে ঠিক
......................................খুশি আছে, সেটা নয়-
..........................................তব সাথে এক।
...................................আমার খুশিটা হল প্রাণে।
........................খুলা আকাশের নিছে, "শুক্রিয়া হে খোদা"
..........সমিরণ সনে মন খুলা মাঠে গানে। এ বিশাল পরিধিতে বাঁধা।
...............................................হায় হায়-
.......................................কি বিশাল ব্যাবধান
.......................আমার যে গান, দেহ থেকে ক্লন্তি শুষিয়া লয়।
...................নতুন দেখিয়া ধান, গাই আমি যাহা, সুখে কি দুখে-
......................তুমি যাহা গাও, দেহে অবসাদ আসে সন্ধায়।
.....................................এই ধান কত ব্যাবধানে ,
..........................................মোদের ভাবায়।
.....................আমার ক্ষেতের শ্রম তোমার ঘরেতে শোভ অন্ন,
...................আমার জামার ঘামে, শহর তোমাতে নামে নবান্ন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।