আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষায় জ্যোতি

'জীবনঢুলি' ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তানভীর মোকাম্মেল পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক ছবিটি। মুক্তিযুদ্ধের সময় এক ঢুলির সংগ্রামী জীবনের ঘটনা নিয়ে এগিয়েছে কাহিনী। এখানে জ্যোতি এক নির্যাতিত নারীর ভূমিকায় অভিনয় করেছেন।

তার বিপরীতে আছেন শতাব্দী ওয়াদুদ। সারাহ বেগম কবরীর 'আয়না' ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জ্যোতির। 'বেদেনী' শিরোনামে একটি ডকুমেন্টারি ও 'কাঠগোলাপ' নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। জ্যোতিকা জ্যোতি টিভি পর্দাতেও সমান ব্যস্ত। এখন তিনি অভিনয় করছেন পাঁচটি ধারাবাহিক ও নয়টি এক ঘণ্টার নাটকে।

জ্যোতি অভিনীত পাঁচটি ধারাবাহিক হলো- হাবিব মাসুদের 'বেলা অবেলা', খলিলুর রহমানের 'সময়ের হাতঘড়ি', মঈন খানের 'জীবনের রং', তারেক মিন্টুর 'বেদম ছুটছে সভ্যতা' ও ইকবাল হোসেনের 'যৌতুক'।

এ ছাড়াও ফেরদৌস কোরায়েশীর 'পাথর বাগান', ইশতিয়াক মাহমুদের 'জলকন্যা', তুহিন অবন্তের 'চক্রবলয়', সালেহ আহমেদের 'কাঁটাতারের বেড়া'সহ প্রভৃতি নাটকে অভিনয় করছেন তিনি। জ্যোতি জানান, নাটকগুলো শীঘ্রই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। ভালো চরিত্র পেলে দুই মাধ্যমেই নিয়মিত অভিনয় করব। তবে এখন অপেক্ষায় 'জীবনঢুলি'র।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।