আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে ১১ জনকে হত্

গতকাল ঝিনাইদহের কোটচাঁদপুরে একজন, লক্ষ্মীপুরে একজন, নোয়াখালীর সোনাইমুড়ীতে একজন, গাজীপুরে একজন, মেহেরপুরে একজন, রাজবাড়ীর বালিয়াকান্দিতে একজন, ফরিদপুরের ভাঙ্গায় দুজন, ভোলার লালমোহনে একজন, নারায়ণগঞ্জের ফতুল্লায় একজনকে ও নড়াইলের নড়াগাতি থানায় একজনসহ ১১ জনকে হত্যা করেছে দুর্বত্তরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রুদ্র্রপুর গ্রামে বৃহস্পতিবার রাতে বিলকিস নামে দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ গতকাল নিজ বাড়ির বারান্দা থেকে গলাকাটা ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে হারুনুর রশিদ নামের এক ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার সংলগ্ন রফিক মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় উত্তর হামছাদী ইউপির ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

নোয়াখালী : সোনাইমুড়ী উপজেলার ১০ নম্বর আমিশাপাড়া ইউনিয়নের দক্ষিণ বটগ্রামে বৃহস্পতিবার রাতে মো. বাবুল নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর : গাজীপুরে মাইক্রোবাসের এক চালককে খুন করা হয়েছে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার কামালপুর এলাকায়।

মেহেরপুর : সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের পুলিশের ইন্ধনে গণপিটুনিতে গতকাল আন্তঃজেলা ডাকাত দলের সরদার জিয়াউর রহমান জিয়া নিহত এবং ডাকাতের ছোড়া বোমায় এক গ্রামবাসী আহত হয়েছে।

রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া পুঠুরাকান্দি গ্রামের চন্দনা নদী থেকে গতকাল রুমা নামে প্রতিবন্ধী এক তরুণীর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সে একই উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন সাজেদা (২০) ও রেখা (২০)। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভোলা : লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৮ দিন পর হাসান নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলার গাজারিয়া ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকার পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জ : সদর উপজেলার ফতুল্লায় সবুজ নামে এক গার্মেন্ট কর্মী বেতন বোনাসের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

নড়াইল : নড়াইলের মধুমতি নদীর চাপাইলঘাট এলাকা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ৭টার দিকে নড়াইলের নড়াগাতি থানার চাপাইলঘাট থেকে ইসমাইল শেখ নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে। ইসমাইলের হাত-পা বাঁধা ছিল।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.