নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউশী বাজারে যাত্রা দেখতে এসে বিষাক্ত রেকটি ফাইড স্পিরিট (আরএস) খেয়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। দুজন অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃতরা হলো সাধুয়ার কান্দাগ্রামের কানা সিরাজের পুত্র বাসচালক লিটন, চরপাড়া গ্রামের মজনু ও তাতীয়র গ্রামের মৃত ফরমুজ আলীর পুত্র মঞ্জু। আশঙ্কাজনক অবস্থায় সকালে খোকন ও রবিউলকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পরীক্ষার সময় উপেক্ষা করে বাউশী বাজারে যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য। বসেছে মদপানের আসর। যুবসমাজ হচ্ছে বিপথগামী। গত তিন দিনে নিষিদ্ধ ঘোষিত রেকটি ফাইড স্পিরিট খেয়ে তিন যুবকের মৃত্যু হয়েছে।
বারহাট্টা উপজেলা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সেন্টু বলেন, গত দুর্গাপূজার সময় বাউশী বাজারে যাত্রার পারমিশনের জন্য প্রশাসনের কাছে আবেদন করলে সম্প্রতি এটির অনুমোদন দেওয়া হয়। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার বারহাট্টা সার্কেল আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।