আমাদের কথা খুঁজে নিন

   

শেরপুর সীমান্তে ভারতীয়দের পিটুনিতে দুই বù

শেরপুর সীমান্তে ভারতীয়দের হাতে গণপিটুনিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আরও তিনজন আহত অবস্থায় ফিরে এসেছেন। অন্যদিকে, লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামবাসী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রাংটিয়া গ্রামের প্রেমানন্দ কোচের ছেলে হেদা কোচ (২২), শ্রীমান কোচের ছেলে হেমন্ত কোচসহ (২৪) একই গ্রামের যুগান্তর কোচ, সজিব কোচ এবং বিশ্বনাথ কোচ সীমান্তের ১১০৯ থেকে ১১১০ নম্বর পিলারের কাছে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিএসএফের ধাওয়া খেয়ে তারা ভারত সীমান্তের ডালু থানার চিচিঙ্গাপাড়ায় ঢুকে পড়েন। এলাকার লোকজন ৫ বাংলাদেশি উপজাতিকে চোর সন্দেহে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনার সময় যুগান্তর, সজিব ও বিশ্বনাথ পালিয়ে আসতে পারলেও আঘাত গুরুতর হওয়ায় হেদা ও হেমন্ত আসতে পারেননি। ওই রাতেই হেদা কোচ ও হেমন্ত কোচ মারা যান। মঙ্গলবার বিকালে লাশ দুটি উদ্ধার করে বিএসএফ সদস্যরা ভারতের বারাঙ্গাপাড়া থানায় হস্তান্তর করে। সীমান্তের অন্য একটি সূত্র জানায়, নিহত ওই দুই বাংলাদেশির লাশ ভারতের মেঘালয় রাজ্যের তুড়া জেলার ডালু হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে বিএসএফ-বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে লাশ বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে ময়মনসিংহের ২৭ ব্যাটালিয়ন বিজিবির টু আইসি মেজর আমজাদ হোসেন জানান। এদিকে লালমনিরহাটের শমসের নগর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নুরুন্নবী (৩২) নিহত হয়েছেন। তাকে হত্যার পর এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও লাশ ফেরত দেয়নি বিএসএফ। সে পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে। বিজিবি ও এলাকাবাসী জানান, গতকাল ভোর ৬টায় পাটগ্রাম উপজেলার জড়ৎবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নিহত ওই যুবক নিজ জমিতে কাজ করতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিএসএফ তার লাশ টেনে হিছড়ে নিয়ে ভারতের অভ্যন্তরে ফেলে রাখে। শমসের নগর বিজিবি ক্যাম্প সূত্র আরও জানায়, নিহত নুরুন্নবী সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের কাছে জমিতে কাজ করতে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার চুয়াঙ্গারা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা বাংলাদেশের ১০০ গজ ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় লালমনিরহাট ১৫ বিজিবির ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.