নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে এলাকাবাসী। সদর উপজেলার পাঁচদোনায় গতকাল বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ অবরোধ। মহাসড়কে দুই ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। এ সময় এলাকাবাসীর হাতে লাঞ্ছিত হয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক ও তিতাস গ্যাসের ব্যবস্থাপক তৌহিদ। পুনরায় অবৈধ সংযোগ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন।
জানা যায়, সম্প্রতি নরসিংদীতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে অবৈধ গ্যাস-সংযোগ। এরই মধ্যে নরসিংদীর ১৬টি স্পটে অবৈধ বিতরণ লাইন থেকে কয়েক হাজার গ্রাহক সংযোগ নিয়ে আবাসিক ও শিল্প-কারখানায় গ্যাস ব্যবহার করছেন। ফলে শিল্প-কারখানায় কমে গেছে গ্যাসের চাপ। এর পরিপ্রেক্ষিতে তিতাস কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয়। ম্যাজিস্ট্রেট শিবলী সাদিকের নেতৃত্বে তিতাস কর্তৃপক্ষ ও পুলিশের সহযোগিতায় গতকাল সদর উপজেলার পাঁচদোনায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
এ সময় গ্যাসের মূল সঞ্চালন লাইন থেকে চার ইঞ্চি পাইপ দিয়ে অবৈধভাবে নেওয়া সরবরাহ লাইন বিচ্ছিন্ন করলে উত্তেজিত হয়ে পড়ে এলাকাবাসী। তারা শিবলী সাদিক ও তিতাস গ্যাসের ব্যবস্থাপক তৌহিদকে লাঞ্ছিত করেন। ঢাকা-সিলেট মহাসড়কে লাঠিসোঁটা হাতে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন স্থানীয়রা। টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে তারা। উত্তেজিত জনতা রাস্তার পাশে খাদে ফেলে দেয় তিতাস গ্যাসের গাড়ি।
এ সময় মহাসড়কের দুই পাশে ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। দুই ঘণ্টা বন্ধ থাকে মহাসড়কে যানচলাচল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।