বিএনপির শীর্ষস্থানীয় পাঁচ নেতা মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, আবদুল আউয়াল মিন্টু ও শিমুল বিশ্বাসের জামিন আবেদনের ওপর শুনানি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে এ শুনানি হয়।
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় মতিঝিল থানায় গত ৫ নভেম্বর করা ১৬ নম্বর মামলা ও ২৪ সেপ্টেম্বর করা ৪৪ নম্বর মামলায় বিএনপির এই নেতাদের গ্রেপ্তার দেখানো হয়। গত ৮ নভেম্বর তাঁদের গ্রেপ্তার করা হয়। শুনানিতে আসামিদের আদালতে হাজির করা হয়নি।
শুনানি শেষে নথি পর্যালোচনা করে এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানান আদালত।
১৪ নভেম্বর এই পাঁচ নেতাকে পৃথক দুটি মামলায় জিজ্ঞাসাবাদে মোট আট দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন মহানগর হাকিম। রিমান্ডের এই আদেশ স্থগিত করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন হাইকোর্ট। এরপর তাঁরা জজ আদালতে জামিনের আবেদন করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।