বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেস উদ্বেগ জানানোর এক দিনের মধ্যে বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আগামী নির্বাচনের আগে ও পরে সহনশীলতা প্রদর্শণ এবং শান্ত থাকার জন্য পার্লামেন্টের সদস্যরা সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।
পূর্ণ স্বচ্ছতার সঙ্গে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।
পার্লামেন্ট সদস্যরা আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের এই সময়ে সংঘাতের পথ এড়িয়ে চলবে।
আগামী দশম সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি অস্থির।
বিরোধী দল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাইলেও ক্ষমতাসীন দল ‘সর্বদলীয়’ সরকার গঠন করে নির্বাচনের পথে এগোচ্ছে।
দুই দলের পাল্টপাল্টি অবস্থানে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা থেকে ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায় সমঝোতার জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
এর মধ্যে বুধবার যুক্তরাষ্ট্র কংগ্রেসে এক শুনানিতে বাংলাদেশে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অনিশ্চয়তা, রাজপথের হরতাল-সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।