আমাদের কথা খুঁজে নিন

   

এগিয়ে নেপালি কংগ্রেস

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী মাওবাদী নেতা পুষ্প কমল দাহল ওরফে প্রচণ্ড। তিনি এ অভিযোগে ভোট গণনা স্থগিত করার দাবি জানিয়েছেন। তবে সর্বশেষ ভোট গণনা অনুযায়ী সর্বোচ্চ ভোটে এগিয়ে রয়েছে মধ্যপন্থী কংগ্রেস পার্টি। প্রচণ্ডের মাওবাদী দল রয়েছে তৃতীয় স্থানে। প্রচণ্ড অভিযোগ করেন, ভোট গ্রহণ শেষে ব্যালট বাঙ্গুলো যখন গণনা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তখনই কারচুপির ঘটনা ঘটে। অবশ্য দেশটির নির্বাচন কমিশন তার এই অভিযোগ নাকচ করেছে। নেপালে খসড়া সংবিধান তৈরির লক্ষ্যে একটি সাংবিধানিক পরিষদ গঠনের উদ্দেশ্যে গত মঙ্গলবার এ নির্বাচনে ভোট নেওয়া হয়। রাজধানী কাঠমান্ডুতে এক সমাবেশে প্রচণ্ড বলেন, ভোট গণনা থামিয়ে অবিলম্বে কারচুপির বিষয়ে তদন্ত শুরু করা উচিত। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি ভোট গণনা বন্ধ না করে, আমরা এই পুরো নির্বাচন প্রক্রিয়া বয়কট করব। এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.