আমাদের কথা খুঁজে নিন

   

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা হান্নান শ

জামিনে মুক্তি পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মমদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। গতকাল বেলা পৌনে ১১টায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে হান্নান শাহ এবং বেলা ১টা ৫০ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গাজীপুর জেলা বিএনপিসহ ১৯-দলীয় জোটের নেতারা হান্নান শাহকে ফুলেল শুভেচ্ছা জানান। অন্যদিকে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে জামিননামা উপস্থাপন করা হলে মীর নাছিরকে জামিনের আদেশ দেন বিচারক। সে অনুসারে তাকে মুক্তি দেওয়া হয়। কারাফটকে মীর নাছিরকে স্থানীয় নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়াও সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। ৮ নভেম্বর রাতে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে হান্নান শাহ সাংবাদিকদের বলেন, বিএনপি নির্বাচনে না গিয়ে কোনো ভুল করেনি। জনগণ এই তামাশার নির্বাচন গ্রহণ করেনি। তাই ভোটারবিহীন একতরফা নির্বাচনের সরকার যত তাড়াতাড়ি বিদায় নেয় ততই মঙ্গল। তিনি অবিলম্বে মানুষের ভোটে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত অর্থে জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে ২৬ নভেম্বর রাজধানীর বারিধারা মার্কিন দূতাবাসের সামনে থেকে হান্নান শাহকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ২৬ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান তিনি। অন্যদিকে ২৮ নভেম্বর মীর নাছিরকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। পরে নগরের কোতোয়ালি, খুলশী ও চকবাজার থানার তিনটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.