জীবন চলা মানে প্রতিক্ষন জীবনান্তের দিকে এগিয়ে চলা
প্রীয় পাঠক আপনাদের জানা থাকলে দয়া করে জানান রেফারেন্স দিতে পারলে আরও ভালো । আমি জাতীয় সঞ্চয় পরিদপ্তরের ওয়েব সাইটে সঞ্চয় পত্রের মুনাফা আয়কর মুক্ত বা আয়কর যুক্ত এমন কোন ঘোষনা দেখিনি । এ বিষয়ে পরিষ্কার ঘোষনা থাকা বাঞ্ছনীয় । যেমন উৎসে ৫% কর কর্তনের ঘোষনা দেওয়া আছে সুতরাং কর কাটায় সমস্যা নেই । আবার ম্যচুরিটির সময় সামাজিক কর কর্তনের ঘোষনা দেওয়া আছে । মুনাফা আয়কর মুক্ত কিনা সেটা ঘোষিত না থাকায় কেউ কেউ বলছেন মুনাফার উপর ১৫% আয়কর দিতে হবে । কেউ ১০০০ টাকার পারিবারিক সঞ্চয় পত্র কিনলে উৎসে কর বাদ দিয়ে মাসে সম্ভবত পাবেন ১০টাকা ৬৫পয়সা এখন আয়কর বাদ দিলে পাবেন ৯ টাকা ০৫ পয়সা । আসল হিসাব কি ? কারন এই ৯টাকা দিয়ে কিছু কিনতে গেলে ভ্যাট দেবেন ১৫% ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।