আমাদের কথা খুঁজে নিন

   

পাপের লেশ যেখানে সুখের শেষ সেখানে

সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com

যে যত পাপ করবে সে তত দুশ্চিন্তায় ভুগবে। পাপের কামড় থেকে মানুষ বাঁচতে পারেনা। কথায় আছে, 'পাপের লেশ যেখানে সুখের শেষ সেখানে'। আমি একসময় খুব ভালোভাবে এব্যাপারটা অনুভব করেছি। খারাপ কাজে জড়িত থাকলে মনের ভেতর অশান্তি তো থাকেই সাথে ভয়ও থাকে।

গোপন কথা প্রকাশ পাওয়ার ভয়, অপরাধবোধ, অত্মবিশ্বাস কমে যাওয়া, নিজেকে ছোট মনে হওয়া। যদিও পাপ করতে খুব মজা লাগে কিন্তু সেই মজা একসময় সজা হয়ে দাঁড়ায়। আল্লাহ বলেন, 'তুমি বল, মন্দ ও ভালো এক বস্তু নয় যদিও মন্দের আধিক্য তোমাকে মুগ্ধ করে। সুতরাং হে জ্ঞানবান সকল! তোমরা আল্লাহকে ভয় কর যেন তোমরা সফলকাম হতে পারো' [সুরা মাইদাহ/১০০] আমরা জানি যে শাস্তি বা বিপদ দুটো কারণে আসে এক. আল্লাহর পরীক্ষা দুই. পাপের শাস্তি। আর এতে মুমিনদের গোনাহও মাপ হয়।

আল্লাহ বলেন - 'মানুষের কৃতকর্মের প্রতিফল স্বরুপ জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যাতে ওদের কোন কোন কর্মের শাস্তি ওদেরকে আস্বাদন করানো হয় এবং যাতে ওরা (সৎপথে) ফিরে আসে' [সুরা রুম/৪১] 'তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের স্বকৃত কর্মেরই ফল। আর তোমাদের অনেক অপরাধ তিনি মাফ করে দেন' [সুরা শূরা/৩০] আমাদের উচিত আগে শির্ক বিদ'আতের মতো ভয়ংকর পাপ গুলো থেকে ফিরে আসা। আর সওয়াবের কাজ করতে না পারলেও পাপ থেকে দূরে থাকা। কারণ, পুণ্য করে শান্তি অর্জন করতে না পারলেও কমপক্ষে পাপ করে অশান্তি যাতে ডেকে না আনি। আর আলী রা. বলতেন, 'পূণ্য অর্জন করা অপেক্ষা পাপ বর্জন করা অনেক ভালো'।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।