প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
মিসেস সুচরিতা
=[শাফিক আফতাব]=
মিসেস সুচরিতা, তুমি আর লম্বা হিল পরো না ? খটখট করো না জেলাসদরের পিচঢালা পথে ?
হাওয়ায় হাওয়া বুনো উদ্দামে ওড়াও না ওড়নার পাড় ?
এলোকেশগুচ্ছ আর নদীতীর কাশফুলের মতোন ওড়েনা দখিনা বাতাসের ঝাঁপটায় ?
বাতাসে আর নড়েনা ফজলী আম ?
তোমাকে পাড়ার ছেলেরা প্রেমের জন্য করে না প্রনাম ?
একদিন তোমার দাপটে কাঁপতো মফস্বল শহরের প্রতিটি অলিগলিপথ,
একদিন তোমার অহমিকায় পথের পাশে ফুটে থাকা ফুল কুনির্শ করতো তোমায়,
একদিন তোমার গায়ের ঘ্রাণ বাতাসের শরীরকে বড় সুগন্ধি করে তুলতো,
একদিন তোমার কপালে উঠতো স্বাধীনতার লালসূর্য।
এখন কেমন নুয়ে গেছো !
হালকা রংয়ের শাড়ি পড়ো, পুরো হাতা নিশ্ছিদ্র ব্লাউজ, যেন বেহুলার ঘর,
হাঁটার ভঙ্গিতে আধুনিক বাংলা গানের শান্ত রসের লয়, শান্তজলের দিঘির মতোন নীরবতা তোমার,
এখন কেমন এক নির্জন নদীর মতোন মন্থর চলাচল !
সুচরিতা, কত করে ভালোবাসতে চেয়েছিলাম তোমাকে, তোমার একটি গোলাপের জন্য আমি কত
রাত বিনিদ্র ছিলাম, তোমার একটু হৃদ্যতার জন্য কত বার অানত হয়েছিলাম,
তোমার একটু স্পর্শের জন্য আমি কত মহাকাল ঠাঁয় দাঁড়িয়ে ছিলাম ঘাঘটের পাড়,
তোমার চোখে চোখ রেখে আমি স্বর্গলৈাকের থেকে একটি মাত্র মুহূর্ত আনতে চেয়েছিলাম ।
তখন তোমার কত ব্যস্ত সময়, রাজনৈতিক নেতার মতোন কত কাজ তোমার তখন,
কত আদর আর সমাদরের নরম কোমল হাতের পেলব গোলাপ,
দামী পারফিউম আর বিদেশী উপহারের বড় বড় বস্তা,
তখন তোমার পিছন ফেরাবার সময় নেই, অজপাড়াগাঁর ছেলেটির মুখে দেখার এতটুকু সময় নেই।
মিসেস সুচরিতা, তুমি নাকি বিধবাজীবন যাপন করছো এখন ?
এসো, যদি মনে হয়, তোমার জন্য কাঁচা মাটির ঘরের দরজা খোলা রেখেছি,
শাঁনকিতে রেখেছি ইঁদারার জল, দেশি চালের ভাত রেঁধে বসে অাছি, কাঠের চকিতে আছে শিমুল তুলোর তসর
আর ফুলতলা দুটো বালিশ, একটি কেরোসিনের কপি, আর তোমাকে মিষ্টিমুখ করাতে আবাদের মধুচাক থেকে রেখেছি
একবোতল খাটিঁ মধু, দেশি গাভীর এক বাটি খাটিঁ দুধ, আর বাবার দিঘির দেশিমাছের খলবল উচ্চারণ।
এসো তোমাকে খাঁটি বাংলা ভালোবাসা দেবো।
২৩.১১.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।