আমাদের কথা খুঁজে নিন

   

মিসেস সেন-উত্তম কুমার জুটি, ম্যাজিক-সম্মোহনের রূপকথা

মিসেস সেন -উত্তম কুমার জুটি, ম্যাজিক-সম্মোহনের রুপোলী রূপকথা শুরুটা হয়েছিল ১৯৫২ সালে। নির্মল দের পরিচালনায় সাড়ে চুয়াত্তরের হাত ধরে। বাংলা সিনেমায় এক অবিস্মরণীয় রোম্যান্টিক জুটির উত্থানের সাক্ষী থেকেছিলেন দর্শকরা। উত্তম-সুচিত্রা জুটি। রুপোলী পর্দায় চির প্রেমিক বাঙালির রোম্যান্টিসিজম ভাষা খুঁজে পেল এই জুড়ির হাত ধরে।

আর তারপর? তারপরটা ইতিহাস। সোনায় মোড়া সেই ইতিহাস। `৫০, `৬০-এর দশকে পর্দা জুড়ে থাকা সেই জুটির আবেদন কয়েক প্রজন্ম পড়ে একই রকম। এই জুটির জনপ্রিয়তার তুলনা শুধু তাঁরা দু`জনেই। এখনও পর্যন্ত যে জনপ্রিয়তা আর স্টারডাম-এর এই জুটিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল তার আসে পাশেও পৌঁছাতে পারেনি কেউই।

সাড়ে চুয়াত্তরের পর থেকেই সুচিত্রা-উত্তমের জুটি পর্দায় আসা মানেই ম্যাজিক। যে ম্যাজিকের স্বাদ রিল লাইফের গণ্ডি টপকে আপামর বাঙালির রিয়েল প্রেমের আনাচে কানাচে জড়াজড়ি করে নিঃশ্বাস ফেলে প্রতি মুহূর্তে, এখনও। জেনেরেশন ওয়াই-ও ওই একটি ব্যাপারে খাঁটি বাঙালি, `প্রাচীন` পন্থী। এখনও প্রেমিক-প্রেমিকার তুলনা সুচিত্রা-উত্তম জুটিতে এসে শেষ হয়।

এক সঙ্গে ২৮টি সিনেমা করেছিলেন সুচিত্রা সেন- উত্তম কুমার।

সাগরিকা, শাপমোচন, সবার উপরে, শিল্পী, হারানো সুর, পথে হল দেরী, জীবন তৃষ্ণা, ইন্দ্রাণী, চাওয়া-পাওয়া...এই তালিকার প্রতিটি সিনেমায় প্রত্যেকবার নতুন করে জন্ম নিয়েছে এই ম্যাজিকাল জুড়ি, নতুন করে নেশা ধরিয়েছে দর্শকের মনে। পঞ্চাশের দশকে স্বাধীনতা উত্তর ভারতের শিক্ষিত-স্বাধীন বাঙালি মধ্যবিত্ত সমাজে প্রেম, স্বনির্ভরতা থেকে প্রেমিক যুগলের সমাজের সঙ্গে যুদ্ধ করে পরিণতি খুঁজে নেওয়ার অদম্য জেদ, গ্রামের ছেলের শহরে এসে লড়াই...সব কিছুর জ্যান্ত প্রতিচ্ছবি ছিল সুচিত্রা-উত্তম জুটির সিনেমা গুলি। সমকালীন বাঙালি এই জুটির সঙ্গেই খুঁজে নিত নিজেদের দৈনন্দিন ভালবাসা, সংগ্রামের চালচিত্র। সঙ্গে ছিল হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় স্বর্ণ কণ্ঠের ছোঁয়া। সব মিলিয়ে যা কালোর্ত্তীণ।

পঞ্চাশের দশকে এক সঙ্গে ২০টি সিনেমায় দেখা গেছে উত্তম-সুচিত্রা জুটিকে। যার প্রত্যেকটি সুপারহিট। আশ্চর্যভাবে ষাটের দশকে এই সংখ্যাটা কমে ৪ হয়েছে। সত্তরের দশকেও এক সঙ্গে চারটি সিনেমায় দেখা যায় অবিস্মরণীয় এই জুটিকে।

বিতর্ক বারবার এই জুটির সঙ্গী হয়েছে।

কখনও বাতাসে ভেসেছে সুচিত্রা-উত্তমের অনুচ্চারিত প্রেম কাহিনী, কখনও বা শোনা গেছে ইগোর সংঘাত। কিন্তু কোনও কিছুই টাল খাওয়াতে পারেনি এই জুটির আবেদনকে। বরং পাল্লা দিয়ে বেড়েছে জনপ্রিয়তা। জুটির বাইরেও দু`জনেই বহু হিট বাংলা ও হিন্দি সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু কোনও কিছুর জনপ্রিয়তাই ছুঁয়ে যেতে পারেনি সুচিত্রা-উত্তম-এর যৌথ জাদুকে।

উত্তম কুমার আগেই চলে গিয়েছিলেন। আজ বিদায় নিলেন সুচিত্রা সেন। বাংলার আজন্ম লালিত স্বপ্নের রোম্যান্টিসিজমের ইতি হল। কিন্তু সত্যিই কি শেষ হল সেই রূপকথার পথ চলা? সম্ভবত না। ২৮ টি অনবদ্য সিনেমা চিরজীবন বহন করে যাবে সেই পর্দা প্রেমের অমর আখ্যান।

 

Credit: Zeenews

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.