আমাদের কথা খুঁজে নিন

   

শিরোপার আরেকটু কাছে বায়ার্ন

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় দুই গোল করে জার্মানির সফলতম দলের জয়ে সবচেয়ে বড় অবদান ফরোয়ার্ড জের্দান শাচিরির। একটি করে গোল করেছেন ডিফেন্ডার দান্তে ও স্ট্রাইকার ক্লদিও পিসারো।

জিতেছে গতবারের রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ডও। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে বরুসিয়ার খেলার ফলাফলও ৪-০। দুই গোল করেছেন ফরোয়ার্ড পিয়েরে এমেরিক আউবামেয়াং।

একটি করে গোল স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি ও মিডফিল্ডার মিলোস জোইচের।

নিজেদের মাঠ সিগনাল ইদুনা পার্কে লিগে টানা তিনটি হার ও একটি ড্রয়ের পর অবশেষে জয়ের দেখা পেল বরুসিয়া। এই মাঠে গত ১ নভেম্বর সর্বশেষ জিতেছিল তারা।

শীর্ষস্থান সুসংহত করার পাশাপাশি লিগে টানা ৪৬ ম্যাচ অপরাজিত থাকার গৌরব ধরে রাখলো বায়ার্ন। ২১ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৫৯।

সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বরুসিয়া। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বেয়ার লেভারকুজেনের পয়েন্ট ৪৩।

শনিবার বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে হফেনহাইম ৪-১ গোলে স্টুটগার্টকে ও আইনট্রাখট ব্রাউনশোয়াইগ ৪-২ গোলে হামবুর্গকে হারিয়েছে এবং ভার্ডার ব্রেমেন ও বরুসিয়া মনশেনগ্লাডবাখ ১-১ গোলে ড্র করেছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.