নিজেদের মাঠে প্রথমার্ধে খুব একটা ভালো খেলতে পারেনি জেনোয়া। তবে দ্বিতীয়ার্ধে লম্বা সময় ধরে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে তারা। বক্সের মধ্যে আর্তুরো ভিদাল হ্যান্ডবল করায় দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা।
তবে কালাইয়োর পেনাল্টি শট ঠেকিয়ে দেন জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজ বুফ্ফন।
জুভেন্টাস অবশ্য প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত। অফসাইডের কারণে দানি অসভালদো দুবার গোলবঞ্চিত হয়েছেন। দুবারই বল জেনোয়ার জালে জড়িয়েছিলেন সাউথহ্যাম্পটন থেকে ধারে জুভেন্টাসে খেলতে আসা ইতালিয়ান এই ফুটবলার।
এই জয়ে শীর্ষস্থানটা আরও দৃঢ় হলো জুভেন্টাসের।
২৮ ম্যাচে ৭৫ পয়েন্ট তাদের। শিরোপা লড়াইয়ে জুভেন্টাসের নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমার সংগ্রহ ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট।
অন্য ম্যাচে ফিওরেন্তিনা ৩-১ গোলে হারিয়েছে কিয়েভোকে।
ঘরের মাঠে পারমার কাছে ৪-২ গোলে হেরে গেছে এসি মিলান।
শনিবার হেল্লাস ভেরোনাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাওয়ার লড়াইয়ে টিকে আছে ৪৭ পয়েন্ট পাওয়া ইন্টার মিলান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।