কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের তরফে আসামকে মাওবাদী অধ্যূষিত রাজ্য বলে ঘোষণা করা হল। সেই সঙ্গে, রাজ্যে আইন-শৃঙ্খলা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে রাজ্য সরকার দাবি করলেও, ফের এক বছরের জন্য আসামকে ‘ডিস্টার্বড এরিয়া’ বা ‘অশান্ত এলাকা’ হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশ রাজ্য সরকারের হাতে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই চাপ বাড়ল রাজ্যের পুলিশ ও প্রশাসনের ওপরে।
সম্প্রতি রাজ্যে মাওবাদী কার্যকলাপ, পরেশপন্থী আলফা ও এনডিএফবি সংবিজিৎ গোষ্ঠীর সন্ত্রাস, আত্মসমর্পণকারী বিদ্রোহীদের চাঁদাবাজি বাড়ার কারণেই কেন্দ্র আসামে ‘অশান্ত এলাকা’র তকমা ও ‘আফস্পা’ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উত্তর-পূর্ব) শম্ভু সিংহ রাজ্য সরকারের কাছে যে নির্দেশনামা পাঠিয়েছেন তাতে বলা হয়েছে: ৪ ডিসেম্বর থেকে ফের এক বছরের জন্য আসাম। আসাম সীমাবর্তী অরুণাচলের ২০ কিলোমিটার এলাকা ও আসাম-মেঘালয় সীমা ‘অশান্ত এলাকা’ হিসাবে চিহ্নিত হবে। আফস্পা আইনের তিন নম্বর ধারায়, ১৯৯০ সালের ২৭ নভেম্বর প্রথম বার আসামকে অশান্ত এলাকা ঘোষণা করা হয়েছিল। তবে, এই প্রথম অশান্ত এলাকার সঙ্গে আসামকে ‘মাওবাদী উপদ্রুত’ বলেও ঘোষণা করা হল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।