আমাদের কথা খুঁজে নিন

   

নিখোঁজের ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের চার দিন পর শিশু চুমকি রানীর (১২) লাশ গতকাল কিশোরগঞ্জ উপজেলার বাবুপাড়া গ্রামে মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। চুমকি ওই এলাকার বিরেন চন্দ্রের মেয়ে ও শখের বাজার প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। উপজেলার সয়রাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে গত রবিবার নিখোঁজ হয় সে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, বাড়ির পাশে মরিচ ক্ষেতে মাটিচাপা লাশ দেখে সকালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তিনি জানান, শিশুটির মৃতদেহ মাটিতে চাপা দিয়ে রাখলেও পা বের হয়ে থাকায় স্থানীয়রা দেখতে পান। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করে তাকে মাটিচাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা। রংপুরে সেপটিক ট্যাংক থেকে পান দোকানি ও নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুরে পান দোকানির লাশ উদ্ধার : নগরীর ইসলামপুর হনুমানতলায় পান দোকানি কাজী গিয়াস উদ্দিনের লাশ গতকাল স্থানীয় সোলায়মান মিয়ার বাড়ির নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। গিয়াস একই এলাকার কাজী হয়নের ছেলে। গিয়াসের ভাই আবদুর রহমান জানান, গিয়াস নগরীর জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে পানের দোকান চালাতেন। এর আগে ছিনতাইকারীরা কয়েকবার তার টাকা-পয়সা ছিনিয়ে নেয়। তার ধারণা, ছিনতাইকারীদের চিনে ফেলায় তাকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেয় তারা।

শীতলক্ষ্যায় অজ্ঞাত যুবকের লাশ : নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরে শীতলক্ষ্যা নদী থেকে গতকাল অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.