কুষ্টিয়া, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ চারজন নিহত হয়েছেন। বরিশালে বাস উল্টে আহত হয়েছেন অর্ধশত যাত্রী। প্রতিনিধিদের খবর-
কুষ্টিয়া : দৌলতপুরে ট্রাকচাপায় স্কুলছাত্র সাকিল আহমেদ নিহত হয়েছে। উপজেলার আল্লারদর্গা-রায়টা সড়কের সোনাউকুণ্ডি ইদ্রিস আলী ইসলামিয়া মাদ্রাসার কাছে গতকাল এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের বেদগ্রাম নামক স্থানে মাহেন্দ্র গাড়ির ধাক্কায় সীমা খানম নামে এক শিশু নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে গতকাল বিকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাসির মিয়া নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ পৌর এলাকার সহাড়াতলায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে পিয়ারা বেগম নামে এক মহিলা নিহত ও চারজন আহত হয়েছেন। বরিশাল : বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-রূপসা আঞ্চলিক মহাসড়কের নগরীর কালিজিরা এলাকায় গতকাল বাস উল্টে অর্ধশত যাত্রী আহত হয়েছেন। খুলনার রূপসা থেকে একটি বাস অর্ধ শতাধিক যাত্রী নিয়ে বরিশাল আসছিল। কালিজিরা ব্রিজ অতিক্রমকালে বিপরীতমুখী অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে মহাসড়কের ওপর পড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।