আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষকসহ চার জেলায় ৪ খুন

হবিগঞ্জে শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পাবনায় যৌতুকের জন্য জামাইয়ের হাতে খুন হয়েছেন শ্বশুর। এ ছাড়া মাগুরা ও কুমিল্লা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাটের জুরিয়া বড়বাড়ি গ্রামে পরকীয়ার জের ধরে শিক্ষক খালেদ মজুমদারকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তার লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। খালেদ জুরিয়া বড়বাড়ি গ্রামের আবদুর রব মজুমদারের ছেলে ও বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাবনা সদর উপজেলার হটরাগ্রামে যৌতুকের জন্য রবিবার রাতে মেয়েজামাইয়ের হাতে শ্বশুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক আজাদের মা ও ফুফুকে আটক করেছে পুলিশ। যৌতুক নিয়ে আজাদের সঙ্গে শ্বশুর আন্তাজ আলীর বিবাদ চলছিল। মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের একটি ভাড়াবাড়ি থেকে গতকাল অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মোবাইলের সিম ও কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার রায়তলা গ্রামের বিলের মাঝখানে পানি নিষ্কাশনের ড্রেন থেকে মাটিতে পোঁতা অবস্থায় গতকাল বশির নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাকে ২-৩ দিন আগে খুন করে লাশ পুঁতে রাখা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.