আমাদের কথা খুঁজে নিন

   

নাইজেরিয়ায় মসজিদে গুলি, নিহত ৪৪

নাইজেরিয়ার বর্নো রাজ্যের একটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪৪ জন মুসলিম নিহত হয়েছেন বলে রাজ্যটির কর্মকর্তারা জানিয়েছেন। রবিবার ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে, তবে সোমবারের আগে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হয়নি বলে বিবিসি জানিয়েছে।

ঘটনাস্থল বর্নো রাজ্যের প্রধান শহর মাইদুগুরি থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কোন্দুগা টাউন। হামলাকারীদের ইসলামপন্থি বোকো হারামের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত আরও ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনার উদ্দেশ্যে দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথন চলতি বছরের মে মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি রাজ্যে জরুরি অবস্থা জারি করেছিলেন। বোকো হারাম দেশটির সরকারকে উৎখাত করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে তারা নাইজেরিয়ার উত্তরাঞ্চলে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। বিবিসি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.