ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কুদানকুলাম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত তিনজন। মঙ্গলবার রাতে বোমাটির বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পরমাণুবিরোধী কর্মসূচির একজন সক্রিয় কর্মীও আছেন। ওই ব্যক্তিকেই বোমা হামলার ঘটনার জন্য সন্দেহ করছে পুলিশ। কুদানকুলাম পরমাণু প্রকল্পের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার সঙ্গে যে গ্রাম জড়িত ছিল বোমাটি সেখানে বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের পর পরমাণু প্রকল্পবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত কর্মী উধ্যায়কুমারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।