আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুর ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু আগুনে পù

গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম কর্ণর্ফুলী ইপিজেডে চীনা জুতার কারখানা এবং বরিশালের গৌরনদীতে একটি বাজারে অগি্নকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর : শুক্রবার রাত সোয়া ১০টার দিকে কালিয়াকৈরের কাঁঠালিয়াচালা এলাকায় কাদেরের কলোনিতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগি্নকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা শিশু মেহেদী হাসান (৬) দগ্ধ হয়ে মারা যায়। মেহেদী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাগকাঠি গ্রামের সাদেক আলীর ছেলে। সে তার মায়ের সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকত। আগুনে ওই বাড়ির ৩টি কক্ষ পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক। ব্রাহ্মণবাড়িয়া : গতকাল শহরের তিতাসপাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি বসতঘর পুড়ে যায়। এ আগুনে পুড়ে ইয়ামিন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চট্টগ্রাম : কর্ণর্ফুলী ইপিজেড এলাকার চেইনচিং এন্টারপ্রাইজ নামে একটি চীনা জুতা কারখানায় গতকাল দুপুরে অগি্নকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বরিশাল : গৌরনদী উপজেলার বাটাজোড় বন্দরে গতকাল ভোরে অগি্নকাণ্ডে ৯টি দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.