জামালপুর, শেরপুর, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ব্রাক্ষ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আহত হয়েছেন ছয়জন। প্রতিনিধিদের পাঠানো খবর-
জামালপুর : জামালপুরের মেলান্দহে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের নয়ানগর এলাকায় দেওয়ানগঞ্জগামী একটি মালবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো- ট-১১-১০৮৬) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী মুন্না ঘটনাস্থলেই নিহত হন। মাহাদি ইসলাম লিয়নকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পর মারা যান।
শেরপুর : গতকাল সকালে শেরপুর-জামালপুর সড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সারবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আলাল উদ্দিন (২৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় সিএনজি চালকসহ ৫ জন গুরুতর আহত হয়ে শেরপুর ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহতদের মধ্যে মুক্তার আলী (২৫), লিটন মিয়া (২৩), সাবিত্রি পোদ্দার (৩৮), আবদুল বারীকে (১৯), জামালপুর জেনারেল হাসপাতালে এবং আলী হোসেনকে (৩৮) শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আড়াইহাজার : আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় রাকিব (৭) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার মারুয়াদী গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটির পিতার নাম বাবু মিয়া। তার বাড়ি সোনারগাঁও এলাকায়।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নসিমন উল্টে হুমায়ূন মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।