আমাদের কথা খুঁজে নিন

   

সাবেক প্রতিমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের

অঢেল সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে প্রাথমিকভাবে অভিযুক্ত হতে যাওয়া সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানের পক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করিয়েছে কলাপাড়া উপজেলা ছাত্রলীগ। সংগঠনটির ব্যানারে আয়োজিত এসব কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রখর রোদে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। এ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কারণে গতকাল পৌর শহরের মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ, খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়, নেছারউদ্দিন সিনিয়র মাদ্রাসা ও আলহাজ ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজে কোনো ক্লাস হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকালে কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে মনোহরপট্টিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ আয়োজিত হলেও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ, ব্যবসায়ী সমিতির গুটিকয় নেতাকে দেখা গেছে সমাবেশে। উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান সুজন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন সোহাগ, সৌরভ সিকদার, হিমেল-আল মাসুম প্রমুখ। এ ছাড়া সমাবেশে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা তিন নেতা আ. মন্নান খান, অধ্যাপক সালাম হাওলাদার ও গাজী আব্বাস বাচ্চু বক্তব্য রাখলেও মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের কোনো ত্যাগী-পরীক্ষিত নেতাদের দেখা যায়নি। উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান সুজন মোল্লা বলেন, কাউকে কর্মসূচিতে যেতে বাধ্য করা হয়নি। যারা এসেছে তারা ছাত্রলীগের কর্মী-সমর্থক। সাবেক প্রতিমন্ত্রীকে ভালোবেসেই তারা মানববন্ধন ও সমাবেশে যোগ দিয়েছে। শিক্ষার্থীদের কর্মসূচিতে যাওয়ার ব্যাপারে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, যারা ক্লাস করেনি তারা হয়তো কর্মসূচিতে গিয়েছে। তবে কারা সেখানে গিয়েছে তা তিনি জানেন না। খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন বিশ্বাস বলেন, তার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান চলছে। কেউ অনুষ্ঠান বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে যোগ দিয়েছে কি না তা তার জানা নেই। নাম প্রকাশ না করার শর্তে একাধিক আওয়ামী লীগ নেতা বলেন, আওয়ামী লীগের পরিচয়ে মন্ত্রীর প্রভাবে এত দিন যারা কোটি কোটি টাকা কামিয়েছে, তারা এ কর্মসূচিতে ছিল না। অবস্থা বেগতিক দেখে তারা এখন সটকে পড়েছে। উপজেলা আওয়ামী লীগের এক সিনিয়র নেতা বলেন, যাদের কারণে সাবেক প্রতিমন্ত্রী বিতর্কিত হয়েছেন, সেই ইউসুফ মিয়া, পৌর মেয়র রাকিবুল আহসান, রুহুল আমিন ওরফে গম রুহুল, বিপুল হাওলাদার, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, মোজাফ্ফর সিকদার পান্নু, উপাধ্যক্ষ শহিদুল আলম, কুয়াকাটার বারেক মোল্লা, সাগর মোল্লা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। মন্ত্রীর নাম ভাঙিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন। তাদের দুর্নীতির কারণে কলাপাড়ার সব উন্নয়ন প্রকল্প অসম্পন্ন অবস্থায় পড়ে আছে। অথচ সাবেক প্রতিমন্ত্রীর পক্ষের এই কর্মসূচিতে তাদের দেখা যায়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.