প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে
সারাদেশে আজ সাধারণ মানুষের লাশ
বুলেট আর বিস্ফোরণে মাহাকাব্যিক বাস।
একেকটি মানবপ্রাণ যেন তীব্র আর্তনাদ
স্বদেশী শকুন রক্ত শুষে করিছে উল্লাস।
বৃটিশ শাসক গেল পাক হানাদার গেল
বাংলার মানুষ কখনো শান্তি কি খুজে পেল?
শাসনযন্ত্রের যন্ত্রী রাবন মনের মন্ত্রী
দেশের মানুষদের সেবক কি হতে পেল?
রাজশ্রীর দ্বন্দ্বে দেশটা যেন মরণফাঁদ
দেশপ্রেমের নামে জুটেছে ঝগড়া বিবাদ।
কি করলে বন্ধ হবে মানুষের হানাহানি?
সবার মুখে দেশের হিত এ কথাটি মানি।
দেশমঙ্গলের মন্ত্রে হলে দীক্ষিত সব জন
হানাহানি বন্ধ হতে বল লাগে কতক্ষণ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।