আমাদের কথা খুঁজে নিন

   

চীনে অ্যান্টিট্রাস্ট তদন্তে কোয়ালকম

মোবাইল ফোন সেক্টরে বিশ্বের অন্যতম শীর্ষ মাইক্রোচিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে চীন। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানের তৈরি চিপ অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি এবং উইন্ডোজ ফোনে ব্যবহৃত হয়।
এক প্রতিবেদনে সংবাদসংস্থা বিবিসি জানিয়েছে, একচেটিয়া ব্যবসা রোধে চীনের যে আইন রয়েছে, তার উপর ভিত্তি করেই তদন্ত করা হচ্ছে।
কোয়ালকম জানিয়েছে, নিয়ন্ত্রকরা তাদের বলেছে তদন্তের বিষয়বস্তু গোপনীয়। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা কোনো আইন ভেঙেছে বা তাদের উপর কোনো অভিযোগ আনা হচ্ছে, এমন কিছুই বলেননি চীনা কর্তৃপক্ষ। অগাস্ট মাসে চীনের নিয়ন্ত্রকরা ছয়টি বিদেশি প্রতিষ্ঠানকে দাম-নির্ধারণের অভিযোগে মোট ৬৭ কোটি ইউয়ান জরিমানা করেছিল।
চীন ১৮ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে ফোরজি মোবাইল প্রযুক্তি শুরু করতে যাচ্ছে বলেও জানিয়েছে বিবিসি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।