বরিশাল বিএম কলেজে অস্ত্রের মহড়া দিয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল। আধিপত্য বিস্তার নিয়ে গতকাল এই দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। দুপুর ১২টার দিকে ছাত্রলীগ নেতা নুরুল আম্বিয়া বাবু প্রশাসনিক ভবনে তার পরিচিত শিক্ষার্থীদের ভর্তি ফরম জমা দিচ্ছিলেন। একই সময়ে ছাত্রদল কর্মী কবির হোসেন ও সুমন আহমেদ তাদের ঘনিষ্ঠদের ভর্তি ফরম জমা দিতে সেখানে গেলে ছাত্রলীগ নেতা বাবুর সঙ্গে বাদানুবাদ হয়।
পরে কবির ও সুমন প্রশাসনিক ভবন ত্যাগ করে দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ক্যাম্পাসে ফিরে বাবুকে ধাওয়া দেয়। বাবু সেখান থেকে পালিয়ে গিয়ে পরে ছাত্রলীগ নেতা-কর্মীদের সংগঠিত করে অস্ত্রশস্ত্র নিয়ে ফের ক্যাম্পাসে ফিরে ছাত্রদল কর্মীদের ধাওয়া দেয়। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা
আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। এ সময় ক্যাম্পাসে থাকা পুলিশ ৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
ছাত্রদল কর্মী কবির হোসেন বলেন, ছাত্রলীগ নেতা বাবু সিরিয়াল ভেঙে ফরম তুলছিল। এর প্রতিবাদ করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
বিএম কলেজ ছাত্র সংসদের কথিত ভিপি মঈন তুষার বলেন, ছাত্রদল কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে মেয়েদের উত্ত্যক্ত করছিল। ছাত্রলীগ কর্মীরা এতে বাধা দিলে ছাত্রদল ক্যাডাররা দা ও চাপাতি নিয়ে হামলার চেষ্টা করে।
কোতোয়ালি থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, ভর্তি ফরম জমা নিয়ে কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।