আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন সত্যি বেলের

১০০ মিলিয়ন ইউরো। প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা। বেলের মতো একজন ফুটবলারের মূল্য হিসেবে অনেক বেশি বলে মন্তব্য করছিলেন ফুটবলবোদ্ধারা। লিওনেল মেসি কিংবা ক্রিষ্টিয়ানো রোনালদো তো বটেই, নেইমার-ইব্রাহিমোভিচ-ফ্যালকাওদের ছায়া থেকেই বের হতে পারেননি তিনি। তবে ওয়ালসের এই তারকাকে দলে এনে রিয়াল মাদ্রিদ যে কোনো ভুল করেনি, তারই প্রমাণ দিয়ে চলেছেন গেরেথ বেলে।

গত শনিবারে সান্তিয়াগো বার্নাব্যুতে তার হ্যাটট্রিকেই রিয়াল মাদ্রিদ ভ্যালাদলিদের বিপক্ষে জয় পেয়েছে ৪-০ গোলে। এই জয়ে রিয়াল মাদ্রিদ ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থানেই থাকল। স্প্যানিশ লা লিগায় একইদিনে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদও। তারা এলচেকে ২-০ গোলে হারিয়েছে। এই জয়ে ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে বার্সেলোনাকে স্পর্শ করেছে অ্যাটলেটিকো।

তবে গত রাতে জয় পেয়ে থাকলে আবারও তিন পয়েন্টে এগিয়ে গেছে কাতালানরা।

'গোল করা সব সময়ই বিশেষ কিছু। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে হ্যাটট্রিক করার অন্য যে কোনো কিছুর চেয়ে দারুণ ব্যাপার। ' ভ্যালাদলিদের বিপক্ষে ম্যাচে ৩৩, ৩৬ ও ৮৯ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন বেলে। মাঝখানে ৬৪ মিনিটে একটি গোল করে জয়ের ব্যবধান বাড়ান ফরাসি তারকা করিম বেনজেমা।

ক্রিষ্টিয়ানো রোনালদো ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিটকে পড়লেও তার অভাব বোধ হচ্ছে না রিয়াল মাদ্রিদে। এর অন্যতম কারণ গেরেথ বেলের উপস্থিতি। তবে এখনো গেরেথ বেলেকে রোনালদোর ছায়াতেই খুঁজে পাচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকারা। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো তো বলেই দিয়েছেন, 'বেলে যদিও আমাদের দলের অন্যতম একজন ফুটবলার তবে সবাই জানে রোনালদোই সবার সেরা। '

এমনকি বিষয়টি মেনে নিচ্ছেন বেলে নিজেও।

'আমার কাছে রোনালদো বিশ্বের সেরা ফুটবলার। তাকে ছাড়া আমাদের খেলাটা ছিল কঠিন। তবে আমরা নিজেদের কাজটা ভালোভাবে শেষ করতে পেরেছি। '

রিয়াল মাদ্রিদে আসার পর থেকে ১৩ ম্যাচ খেলেছেন গেরেথ বেলে। এরই মধ্যে করেছেন ৯ গোল।

লা লিগায় ৯ ম্যাচে ৭ গোল! মেসি-রোনালদোদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না ওয়ালসের এই তারকাকে। এদিকে লা লিগায় গোলদাতার তালিকায় অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো কস্তা রোনালদোর কাছাকাছি পেঁৗছে গেছেন। ১৭ গোল নিয়ে শীর্ষে রোনালদো। ১৫ গোল করে দ্বিতীয় স্থানে আছেন দিয়েগো কস্তা। লিওনেল মেসিকে টপকে তৃতীয় স্থানে উঠে গেছেন রিয়াল সুসিদাদের অ্যান্টোনিও।

তিনি ৯ গোল করেছেন। মেসি করেছেন ৮ গোল।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.