অভিনয়ে নিজেকে গুটিয়ে রেখেছেন কেন?
আমরা নিজেকে গুটিয়ে রাখিনি। আমাদের গুটিয়ে রাখা হয়েছে। এখানে আমি আমরা বললাম কারণ, আমাদের মতো অনেক শিল্পী আছেন যারা প্রতিনিয়ত অভিনয় করতে চায় কিন্তু অভিনয় করতে পারছে না। বর্তমানে আমাদের অভিনয় জগতে এক ধরনের ঘরানা তৈরি হয়েছে। যার ফলে অনেক পরিচালক তাদের ঘরানার বাইরের কাউকে দিয়ে অভিনয় করাতে চায় না।
এ ছাড়া আমার গৎবাঁধা কাজ কখনোই ভালো লাগেনি, আর আমি নিজেও করিনি। তাই যে কাজটি মানুষের মনে একটুখানি অাঁচড় লাগতে পারবে না, তা করে কী লাভ? সে রকম গল্প বা প্লট মাথায় আসেনি বলেই হয়তো করা হয়নি। আর সময় গুনে তো কখনো কোনো কাজ করিনি।
অভিনয় জগতে ঘরানা প্রথাটাকে কিভাবে দেখছেন?
এ বিষয়টি নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আমার কাছে মনে হয়।
এই ঘরানা প্রথার কারণে অনেক সময় একই ধরনের নাটক ও অভিনয় দেখেতে দেখতে দর্শকদের বিরক্ত লাগতে পারে। আমি মনে করি সব অভিনেতা-অভিনেত্রীকে সব ধরনের অভিনয় জানতে হবে।
এবার নাটকে অভিনয় নিয়ে কিছু বলুন?
'প্রথম ভালোবাসা' শিরোনামের একটি ধারাবাহিকে অভিনয় করছি। নাটকটি পরিচালনা করেছেন শাহিন সরকার ও নাট্যরূপ দিয়েছেন লিটু সাকাওয়াত। নাটকটি কলকাতায় প্রচারিত 'জলপরী' নাটকের কপিরাইট।
নাটকটি মনে হয় ১০৪ পর্ব করা হবে। এছাড়া আবির খান পরিচালিত আরও একটি ধারাবহিকে কাজ করলাম। নাটকটিতে আমি মিতা নূর এর চরিত্রে অভিনয় করছি। এ নাটকটিতে অভিনয় করতে গিয়ে আমি কেঁদে ফেলেছিলাম। কারণ এত হাসিখুশি মাখা মানুষটি আজ পৃথিবীতে নেই, শুধু বেঁচে আছে তার চরিত্রটি।
এ মানুষটার জন্য আমার অনেক কষ্ট হয়।
আপনার উপস্থাপনার খবর কি?
উপস্থাপনা আমি মাঝে মধ্যে করে থাকি। বর্তমানে আমি এনটিভিতে 'টিফিনের ফাঁকে' শিরোনামের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছি।
আপনার লেখালেখি কেমন চলছে?
লেখালেখির বিষয়ে আমার একটু সমস্য আছে। কারণ আমি কারউ চাপিয়ে দেওয়া কাজ করতে পারি না।
আমি গল্প লিখি একটি চরিত্রকে ভেবে। আমার চিন্তার সঙ্গে যদি কোনো পরিচালকের চিন্তা মিলে তবেই আমি স্কিপ্ট লিখি।
নতুন নাটক লিখছেন?
হ্যাঁ, এরই মধ্যে একটি ধারাবাহিক নাটক লিখছি। তবে এখনো নাম ঠিক করিনি। যদি কোনো পরিচালকের সঙ্গে আমার চিন্তার বনিবনা হয়, তবে গল্পটি দেব।
আলী আফতাব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।