আমাদের কথা খুঁজে নিন

   

রিজভীর গ্রেপ্তার প্রক্রিয়া দণ্ডনীয়: কাজী জাফর

পাশাপাশি বিএনপি নেতাদের গ্রেপ্তারে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তিরও দাবি জানিয়েছেন জাতীয় পার্টির বহিষ্কৃত এই নেতা।
সোমবার এক বিবৃতিতে কাজী জাফর বলেন, “গত ২৯ নভেম্বর ভোররাতে বিএনপির অফিসে মই বেয়ে দোতলায় উঠে তালা ভেঙে অফিস ভাংচুর ও নিরীহ কর্মচারীদের মারধোর করে রুহুল কবির রিজভী ও বেলাল আহমেদকে যে ন্যাক্কারজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। ”
রিজভীর গ্রেপ্তারের ঘটনা মানবাধিকারের লংঘন দাবি করে তিনি বলেন, “আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ অবশ্যই মানবতাবিরোধী ও দণ্ডনীয় অপরাধ করেছেন। ”
অবিলম্বে রুহুল কবির রিজভীসহ গ্রেপ্তার বিএনপির শীর্ষ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা  আব্দুল আওয়াল মিন্টু ও মীর নাছির এবং চেয়ারপারনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের মুক্তি দাবি করেন কাজী জাফর।
তিনি বলেন, “যারা এই সব নেতাদের গ্রেপ্তারের ঘটনার সাথে যুক্ত তাদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তির জোর দাবি জানাই।


জাতীয় পার্টির নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ মন্ত্রিসভায় যোগ দেয়ার পর দলের চেয়ারম্যান এইচএম এরশাদ সম্পর্কে বিরূপ মন্তব্য করে নতুন করে আলোচনায় আসেন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর। এরপর এরশাদ তাকে দল থেকে বহিষ্কার করলে তিনিও পাল্টা চেয়ারম্যানের পদ থেকে এরশাদকে অপসারণের ঘোষণা দেন।
পরে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করে বিরোধী দলের নির্দলীয় সরকারের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন এক সময়ের বামপন্থী নেতা কাজী জাফর আহমদ।
বিবৃতিতে নেতাকর্মীদের বিরোধী দলের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান কাজী জাফর।
তিনি বলেন, “জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা চলমান আন্দোলনের সাথে একত্মতা প্রকাশ করছি এবং আমাদের সকল নেতাকর্মীদের কাল বিলম্ব না করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.