আমাদের কথা খুঁজে নিন

   

রওশনের সঙ্গে তোফায়েল-রিজভীর বৈঠক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রওশনের গুলশানের বাসায় ঢুকতে দেখা যায়।
সন্ধ্যায় সোয়া ৭টার দিকে তারা বেরিয়ে গেলেও সাংবদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে বৃহস্পতিবার গভীর রাতে নাটকীয়ভাবে র‌্যাবের পাহারায় তার বারিধারার বাসা থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়ার পরদিন এই বৈঠক হলো।
র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অসুস্থতার কারণেই তাকে সিএমএইচে নেয়া হয়েছে। তবে দেলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলছেন,  সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলায় তাকে (এরশাদ) সম্মিলিত সামরিক হাসপাতালে যেতে হয়েছে।


মহাজোট সরকারে আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণায় অনঢ় থাকলেও তার স্ত্রী রওশন দলের একটি অংশ নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে গণমাধ্যমের খবর।
এরশাদ ইতোমধ্যে তার মনোনয়ন প্রত্যাহরের আবেদন করে দলীয় প্রার্থীদেরও একই নির্দেশনা দিয়েছেন। তবে ময়মনসিংহ-৪ আসন থেকে রওশন তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
এরশাদের ছোটভাই জিএম কাদের ও দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদার শুক্রবার সকালে জানিয়েছেন, জাতীয় পার্টি দশম নির্বাচনে অংশ নেবে না।
জাতীয় পার্টির একজন নেতা নাম প্রকাশ না শর্তে জানান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও কাজী ফিরোজ রশীদও রওশনের বাসায় বৈঠক উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.