২০১২ সালে প্রথম একক অ্যালবাম প্রকাশ পায় রিজভী ওয়াহিদের। অ্যালবামটির নাম ছিল 'প্রথম স্বপ্ন'। এতে কলকাতার জনপ্রিয় গায়িকা শুভমিতার সঙ্গে রিজভীর গাওয়া 'চোখেরই পলকে' এবং 'যদি তুমি' গান দুটি বেশ জনপ্রিয়তা পায় শ্রোতার কাছে।
এরপর 'রোদ্দূর ভেঙ্গে' এবং 'শীতল মায়া' শিরোনামে আরো দুটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন রিজভী। এগুলোও প্রশংসা কুড়ায় বেশ।
সব মিলিয়ে অ্যালবামটি দিয়ে সংগীতাঙ্গনে নিজস্ব একটা অবস্থান গড়ে তুলতে সক্ষন হন এই গায়ক।
প্রথম অ্যালবামের সফলতার পর রিজভী দ্বিগুণ উৎসাহে শুরু করেছেন নিজের দ্বিতীয় একের কাজ। তবে অ্যালবামটির নাম এখনও চূড়ান্ত করতে পারেননি তিনি। নতুন এ অ্যালবামের কয়েকটি গান এরইমধ্যে তৈরি হয়ে গেছে। এসব গানেসর কথা লিখেছেন কবির বকুল ও রবিউল ইসলাম জীবন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও বেলাল খান।
চলতি বছরের মাঝামাঝিতে অ্যালবামটি বাজারে আসার কথা রয়েছে।
নিজের দ্বিতীয় মিশন সম্পর্কে রিজভী ওয়াহিদ বলেন, 'প্রথম স্বপ্ন' দিয়ে আমি শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছি। গানগুলো সবাই পছন্দ করেছেন। তাই এবার আরো যত্ন নিয়ে কাজ করছি। এবারও বেশ কিছু চমক থাকবে।
তিনি আরো জানান, অ্যালবামটিতে মোট গান থাকছে ১০টি। এককের পাশাপাশি দুই থেকে তিনটি দ্বৈতও থাকবে। একটি দ্বৈত গানে গাওয়ার জন্য দেশের বাইরের একজন গায়িকার সঙ্গে কথা হচ্ছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।