আমাদের কথা খুঁজে নিন

   

বাগেরহাট ও মানিকগঞ্জে ট্রাক খাদে, নিহত ৫

বাগেরহাট ও মানিকগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া বরিশাল ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর-

বাগেরহাট : সদর উপজেলার শ্রীঘাটের যৌখালী সেতুর কাছে গতকাল সবজিবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিন ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন মোরেলগঞ্জ উপজেলার মধুরকাঠি গ্রামের মোস্তফা শেখ, হোগলাপাশার সাইদুল শেখ ও পিরোজপুরের পোরগোলা গ্রামের হানিফ মোল্লা। আহতরা হলেন মাসুম ফরাজী, মিলন শেখ ও বজলুর রহমান। তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় সোমবার রাতে ট্রাক উল্টে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। তারা হলেন ট্রাকচালক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনিস ও হেলপার মহিদুল ইসলাম। তারা চুয়াডাঙ্গা থেকে ফুলকপিবোঝাই ট্রাক নিয়ে ঢাকার কারওয়ান বাজার যাচ্ছিলেন।

বরিশাল : বরিশাল-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর মোটরসাইকেল বহরের ধাক্কায় এক বৃদ্ধ মারা যান। সোমবার বিকালে মুলাদী পৌর শহরের রেইনট্রি তলায় দুর্ঘটনায় আহত হন বৃদ্ধ। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। রূপগঞ্জ : ডেমরায় সড়ক দুর্ঘটনায় শাহিন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কাউসার ও মাসুম নামে অন্য দুজন। ডেমরার বাঁশেরপুল এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.