আমার কাছে জীবন মানে.....
"একেকটি দিন যেন হুবহু আগের দিনের জেরক্স"----এই মহান শৃঙখল ভাংগার ব্যর্থ চেষ্ঠা।
জীবন মানে.....
"কাছে যাওয়ার সুযোগ আছে অথচ কাছে গিয়েও নাগাল না পাওয়ার মত তীব্র আর মধুর যন্ত্রনা আর নাই"----- এই অব্যর্থ বানী সমূলে ধারন করা।
জীবন মানে........
"কোন লক্ষে পৌছার মত যথেষ্ট যোগ্যতা, ইচ্ছা থাকা সত্তেও বরাবরই শেষ মুহুর্তের বাঁশিতে নিধারুন আশাভঙ্গের করুন আর্তনাদ।"
জীবন মানে.......
"ফুল ভলিয়্যুমে গান ছেড়ে রুমের দরোজা-জানালা বন্ধ ক'রে নাচা।"
আমার কাছে জীবন মান.....
"জীবনের ২৫ বসন্তের পর বুঝতে পারা বাংলা সাহিত্যের রস কাকে বলে"---- এখনো রস আস্বাদনে ফীডার খাওয়া শিশু।
জীবন মান........
"আশে-পাশের বন্ধুদের সাথে অজানা অচেনা পথ আবিষ্কারের নেশায় মেতে উঠা।"
জীবন মানে......
"অধিকাংশ পারিবারিক সিদ্ধান্তে নিজেকে নি্লিপ্ত রাখার সুমহান ব্রত পালন।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।