তিন মাস মেয়াদি আমানত সংগ্রহ করতে পারবে আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের নিবন্ধিত সব আর্থিক প্রতিষ্ঠান ছয় মাসের পরিবর্তে তিন মাসের মধ্যেই আমানত নগদায়ন করতে পারবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জানা গেছে, দীর্ঘ মেয়াদি প্রকল্পে বিনিয়োগ করলে আর্থিক প্রতিষ্ঠানের কাছে তহবিল থাকে না। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের উপমহাব্যবস্থাপক এ কে এম আমজাদ হোসেন বলেন, দীর্ঘ মেয়াদি প্রকল্পে বিনিয়োগ করতে গেলে অনেক প্রতিষ্ঠানের হাতেই তহবিল থাকে না। অনেক সময় তারা তহবিল সংকটে পড়ে। এ জন্য সহজে তহবিল বৃদ্ধির জন্য এ সুযোগ দেওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।