আমাদের কথা খুঁজে নিন

   

তিন মাস মেয়াদি আমানত সংগ্রহ করতে পারবে আর্

তিন মাস মেয়াদি আমানত সংগ্রহ করতে পারবে আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের নিবন্ধিত সব আর্থিক প্রতিষ্ঠান ছয় মাসের পরিবর্তে তিন মাসের মধ্যেই আমানত নগদায়ন করতে পারবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জানা গেছে, দীর্ঘ মেয়াদি প্রকল্পে বিনিয়োগ করলে আর্থিক প্রতিষ্ঠানের কাছে তহবিল থাকে না। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের উপমহাব্যবস্থাপক এ কে এম আমজাদ হোসেন বলেন, দীর্ঘ মেয়াদি প্রকল্পে বিনিয়োগ করতে গেলে অনেক প্রতিষ্ঠানের হাতেই তহবিল থাকে না। অনেক সময় তারা তহবিল সংকটে পড়ে। এ জন্য সহজে তহবিল বৃদ্ধির জন্য এ সুযোগ দেওয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.