আমাদের কথা খুঁজে নিন

   

সংবাদমাধ্যমে হামলা

হরতালের আগের দিন শনিবার বেশ কয়েকটি সংবাদমাধ্যম কার্যালয় লক্ষ্য করে হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। বারিধারায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর কার্যালয়ে বোমা হামলায় আহত হয়েছেন দুই সংবাদকর্মী। পল্লবীতে মোহনা টেলিভিশনের কার্যালয়ের সামনে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত পরিচয় বোমাবাজরা। মালিবাগে ভোরের কাগজ, দিনের শেষে এবং দেশটিভি কার্যালয়ের সামনেও বিস্ফোরিত হয়েছে হাতবোমা। বোমা নিক্ষেপ করা হয়েছে রামপুরার বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রের সামনেও। হরতালের আগের দিন কয়েকটি সংবাদমাধ্যম কার্যালয়ে ককটেল নিক্ষেপ এবং দুজন সংবাদকর্মীর গুরুতর আহত হওয়ার ঘটনা নিঃসন্দেহে উদ্বেগজনক। একই দিন মন্ত্রী, বিচারপতি ও পুলিশ কর্মকর্তার বাড়িতেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। লক্ষণীয়, যেসব সংবাদমাধ্যমে ককটেল হামলা হয়েছে সেগুলো যুদ্ধাপরাধের বিচারে সক্রিয় ভূমিকা পালনকারী হিসেবে পরিচিত। এসব সংবাদমাধ্যমের সঙ্গে যে কেউ দ্বিমত পোষণ করতে পারেন। যাদের কাছে এসব সংবাদমাধ্যম অপছন্দনীয় তারা এগুলোকে বর্জনও করতে পারেন কিন্তু কোনো সংবাদমাধ্যমে হামলা চালানো অসহিষ্ণুতার নামান্তর। এ ফ্যাসিবাদী কার্যকলাপ যেমন গর্হিত তেমন নিন্দনীয়। হরতালের আগের দিন বেশ কয়েকটি গণমাধ্যমের ওপর সন্ত্রাসী হামলা হরতাল আহ্বানকারীদের ভাবমূর্তির জন্য সংকট সৃষ্টি করেছে। সাধারণ মানুষের ভোটাধিকার নির্বিঘ্নে প্রদান ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বিরোধী দল যে আন্দোলন করছে তা আদৌ গণতান্ত্রিক আন্দোলন কিনা এমন সংশয়ও সৃষ্টি করেছে। এ অপকর্মে কারা জড়িত তা যথাযথ তদন্তেই প্রমাণিত হতে পারে। চলমান আন্দোলনকে বিপথগামী করার জন্য সাবোটাজের অংশ হিসেবেও হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটতে পারে। যে কারণেই হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটুক না কেন আমরা এই নব্য ফ্যাসিবাদী তৎপরতায় উৎকণ্ঠিত। আমাদের বিশ্বাস, গণতন্ত্রের স্বার্থে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত এবং বিচারের সম্মুখীন করতে প্রশাসন সব ধরনের চেষ্টা চালাবে। নাগরিকদের জানমাল রক্ষার দায়িত্ব সরকারের। সংবাদমাধ্যমকে যেহেতু ফোর্থ স্টেট বলে অভিহিত করা হয় সেহেতু সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি সৃষ্টিকারী যে কোনো অপতৎপরতা শক্ত হাতে প্রতিহত করার উদ্যোগ নেওয়া উচিত। যে অন্ধকারের জীবরা সংবাদমাধ্যমে হামলা চালিয়ে মত প্রকাশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, তাদের দুরভিসন্ধিকে আমরা ধিক্কার জানাই। গণতন্ত্র ও মুক্তবুদ্ধির শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর কাছে সনির্বন্ধ আবেদন জানাই।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.