আমাদের কথা খুঁজে নিন

   

সহিংসতার মামলায় আসামি শিশু শামীম**

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র শামীম আলম (১১) নির্বাচনী সহিংসতার মামলায় গতকাল জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়েছে। আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক জুলফিকার আলী খান তা মঞ্জুর করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হালিম জানান, শিশু আইন লঙ্ঘন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কি কারণে ওই শিশুকে আসামি করা হয়েছে তা বোধগম্য নয়। ঠাকুরগাঁও পুলিশ সুপার ফয়সল মাহামুদ জানান, মামলায় বিভিন্ন জনের নাম আসতে পারে। তদন্ত করে নির্দোষদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। ৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুন ঝাপড়াতলী এলাকায় সহিংসতার ঘটনায় পুলিশ ১৩৩ জনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় আসামি করা হয় শিশু শামীম আলমকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.