আমাদের কথা খুঁজে নিন

   

ইন্দোনেশিয়ায় গোয়েন্দাবৃত্তি চালাবেই অস্

ইন্দোনেশিয়ায় সম্প্রতি অস্ট্রেলিয়ার গোয়েন্দাবৃত্তির তথ্য প্রকাশ পেয়েছে। সেই সূত্র ধরে অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার হুমকিও দিয়েছিল সরকার। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন, ইন্দোনেশিয়ার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহের তৎপরতা বন্ধ করবে না তার দেশ। আর তাই দেশ দুটির মধ্যে কূটনৈতিক টানাপড়েন আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাওয়া হলে জবাবে অ্যাবোট বলেন, না। গোয়েন্দা তৎপরতা বন্ধের সিদ্ধান্ত না নেওয়া সত্ত্বেও ক্যানবেরার আস্থাভাজন অংশীদার হয়ে ওঠার লক্ষ্যে কাজ করার জন্য জাকার্তার প্রতি আহ্বান জানাতেও দ্বিধা করেননি অ্যাবোট। -আল জাজিরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.