আমাদের কথা খুঁজে নিন

   

বাড়ানো হচ্ছে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরা÷

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। সেই সঙ্গে তার গুলশানের ৭৯ নম্বর সড়কে 'ফিরোজা' বাসভবন এবং তার রাজনৈতিক কার্যালয়ের সামনেও নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে। বিরোধীদলীয় নেতা হিসেবে পুলিশ প্রত্যাহারের পরপরই ব্যক্তিগত উদ্যোগে এক প্লাটুন (২০ জন) আনসার বেগম জিয়ার নিরাপত্তায় অংশ নেবে। এ ছাড়া দল সমর্থিত সাবেক সামরিক কর্মকর্তাসহ ৫০ জন সেনাসদস্যও বেগম জিয়ার ব্যক্তিগত নিরাপত্তায় যুক্ত হবেন। এক্ষেত্রে লাইসেন্সধারী অস্ত্র থাকা সেনা কর্মকর্তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। বাসভবনের মূল ফটকের সামনে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। দলীয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে কিংবা বর্তমান রাজনৈতিক সংঘাতের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ প্রত্যাশা করছে বিএনপি। তবে সরকার না দিলে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। আনসার সদর দফতরে আবেদন করা ছাড়াও ইতোমধ্যেই ৫০ জন সামরিক বাহিনীর সাবেক সদস্যের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। শীঘ্রই তাদের বেগম জিয়ার নিরাপত্তায় নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া বিরোধীদলীয় নেতা হিসেবে পুলিশ প্রটোকল চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আনসার সদস্যরা যোগ দেবেন। এসব সদস্য বাসভবনের সামনে দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী হিসেবে থাকবেন। গতকাল দুপুরে বিরোধীদলীয় নেতার গুলশানের বাসভবনের সামনে ঘুরে দেখা গেছে, মূল ফটকে একটি খুঁটিতে তিনটি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। তবে বেগম জিয়ার দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সিসিটিভি ক্যামেরা আগেই সেখানে ছিল। সেগুলো এখন কার্যকর করা হচ্ছে। গতকাল পর্যন্ত বেগম জিয়ার বাসভবনের সামনে পুলিশের পাহারা লক্ষ করা গেছে। বিরোধীদলীয় নেতা হিসেবে তার ব্যবহৃত গাড়িটিও দলীয় তত্ত্বাবধানে থাকতে দেখা গেছে। বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ফজলে ইলাহী আকবর বাংলাদেশ প্রতিদিনকে জানান, বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত নিরাপত্তা বাড়াতে আনসার সদস্য চাওয়া হয়েছে। তবে কবে কখন থেকে তারা যুক্ত হবে তা এখনো চূড়ান্ত নয়। সামরিক বাহিনীর সাবেক সদস্য বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাসভবনের সামনে ক্যামেরা বসানো প্রসঙ্গে বলেন, এগুলো আগেই ছিল। এখন তা কার্যকর করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.