আমাদের কথা খুঁজে নিন

   

ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে স্থায়ী পে-কমিশন গ

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিনকে প্রধান করে সরকারি চাকুরেদের জন্য পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠন করেছে সরকার। একজন সদস্য সচিব, তিনজন পূর্ণকালীন সদস্য ও ১২ জন খণ্ডকালীন সদস্য নিয়ে এ কমিশন গঠন করা হবে। গতকাল অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জানা গেছে, বেতন কমিশন এবং পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের চেয়ারম্যান হবেন একই ব্যক্তি। পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের মেয়াদ হবে ছয় মাস, প্রয়োজনে এর মেয়াদ বাড়ানো যাবে। বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন-বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে সুপারিশ সংবলিত প্রতিবেদন তৈরি করবে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন। গত ৩০ অক্টোবর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণ এবং বিভিন্ন ক্যাডারদের মধ্যে বেতন-বৈষম্য দূর করতে দুটি আলাদা কমিশন গঠন করার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একটি বেতন কমিশন, অন্যটি পে অ্যান্ড সার্ভিসেস কমিশন। ২০০৮ সালের ৩১ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের সময় বেতন কমিশন গঠন করা হয়। এরপর ২০০৯ সালের ১ জুলাই সর্বশেষ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানো হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.